প্রবাসীদের নিয়ে প্রধান মন্ত্রীর ৩টি নির্দেশনা মানা হচ্ছে না কেন ?

শেয়ার করুন          আমি ২টি তথ্য দিয়ে শুরু করতে চাই। এক:জনশক্তি রপ্তানিতে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ এর খরচ সবচেয়ে বেশী। দুই: দিনশেষে প্রবাসীদের আয়-রোজগার কম। তার মানে প্রবাসীরা বাংলাদেশীরা কত ধরনের সমস্যার মধ্যে আছে তার অন্ত নেই।প্রায় পাঁচ দশক হতে চলেছে আমাদের স্বাধীনতার।এত দিন পর ও পুরোটাই যেন রাষ্ট্রিয় অব্যবস্থাপনার মধ্যে রয়ে গেছে।আজ থেকে প্রবাসে,যে মানুষ গুলো যাচ্ছে তার হিসাব ঠিকই রাখি, কিন্তু প্রবাস ফেরত মানুষের সঠিক তথ্য বা সংখ্যা আমাদের জানা নাই,এবং জানার চেষ্টা ও করি না। শুধু সৌদি আরব থেকে ২১ হাজার প্রবাসী ফিরে আসছে। এভাবে সংখ্যা টা বলি … Continue reading প্রবাসীদের নিয়ে প্রধান মন্ত্রীর ৩টি নির্দেশনা মানা হচ্ছে না কেন ?